সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৭ ডিসেম্বর ২০২৩ ১০ : ৩৬
বারুইপুর বলবনে কুপিয়ে খুন সাইদুল শেখ নামে এক ব্যক্তি, পেশায় গাড়ি চালক। গতকাল রাত্রিতে বাড়ি ফেরার পথে হামলা করেন 7 থেকে 8 জন, গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত্রে তার মৃত্যু হয়, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বারুইপুর থানার পুলিশ । পরিবারের অভিযোগ সাগীর, আজিজুল, সাদ্দাম, সহ তাদের, দলবল মিলে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ছিলো।